নিজস্ব প্রতিনিধি : আইনের শাসন প্রতিষ্ঠার জন্য অবিরাম লড়াই করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই লড়াইয়ের জন্যই বঙ্গবন্ধুকে নিমমভাবে খুন হতে হয়েছে।১৯৭১ সালের যুদ্বপরাধীর বিচার,জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যার বিচারসহ জননেত্রী শেখ হাসিনা সরকার দৃঢ়তার সাথে দেশের সকল বড় বড় অপরাধের বিচার নিশ্চিত করেছেন। শেখ হাসিনা সরকারের একনিষ্ঠ পরিশ্রমে ও সাহসিকতায় বাংলাদেশ আজ উন্নয়নের মহা সড়কে। জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বাষির্কী উপলক্ষে শুক্রবার দুপুরে বাংলাদেশ আওয়ামীলীগের স্বরূপকাঠী উপজেলা শাখা ও সহযোগী অঙ্গসংগঠনের আয়োজনে শোক সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শুক্রবার দুপুরে স্বরূপকাঠী উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত ওই শোক সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, কোন মাস্তান,চাঁদাবাজ,সন্ত্রাসীদের দলে ঠাই হবেনা। সৎ, যোগ্য ও দলের ত্যাগী নেতাদের নিয়ে তিনি স্বরূপকাঠী উপজেলাকে উন্নয়নের রোল মডেল বানানো হবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক সাংসদ অধ্যক্ষ মো.শাহ্ আলম, আওয়ামীলীগের সাধারন সম্পাদক এস,এম ফুয়াদ,উপজেলা চেয়ারম্যান আব্দুল হক,পৌর মেয়র গোলাম কবির প্রমুখ।