1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
দেশকে মেধাশূন্য করতে দেশের শ্রেষ্ঠ মেধাবীদের হত্যা করেছিল : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৫৬ অপরাহ্ন

দেশকে মেধাশূন্য করতে দেশের শ্রেষ্ঠ মেধাবীদের হত্যা করেছিল : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী

  • শেষ হালনাগাদ : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৪৫ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি :  দেশকে মেধাশূন্য করতে চেয়েছিল। তাই ওরা (পাকিস্তানিরা) দেশের শ্রেষ্ঠ মেধাবীদের হত্যা করেছিল। বাঙালি জাতিকে দমিয়ে রাখা সম্ভব নয়। বাঙালি সেদিন মরণ বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল। ৩০ লাখ মানুষের বুকের তাজা রক্ত আর দুই লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে এ দেশের জন্ম হয়েছিল। বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবসের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ।

মন্ত্রী এসময় আরো বলেন, আমরা মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখতে পারলে এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে পারলে কেউ আর এই দেশের কোনো ক্ষতি করতে পারবে না। স্বাধীনতাবিরোধী জামায়াত-আলবদরদের যারা প্রতিষ্ঠিত করে তাদের গাড়িতে আমার বুকের রক্তে রঞ্জিত পতাকা তুলে দিয়েছিল, এখন তারা নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। এদের সম্পর্কে সবাইকে সজাগ থেকে আগামী প্রজন্মকে ৭১ সালের ভয়াবহতার ইতিহাস সঠিকভাবে জানাতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপী , জেলা পরিষদ নির্বাহী রেবেকা খান, সিভিল সার্জন ডা. হাসনাত ইউনুফ জাকী প্রমুখ।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x