পিরোজপুর পোষ্ট ডেষ্ক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্যোগ মোকাবিলায় সরকারের সক্ষমতা রয়েছে। যত বাধাই আসুক, উন্নয়নের স্বীকৃতি ধরে রাখতে হলে রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি নিতে এগিয়ে যেতে হবে। এসময় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ।
শুক্রবার গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটির সভায় তিনি এই আহ্বান জানান।
এসময় তিনি আরো বলেন, ‘আগামী দিনে দেশকে কোথায় নিয়ে যাব সে পরিকল্পনাও আছে এবং সেটা ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে। সেই পথগুলি আমাদের ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। বাধাগুলি অতিক্রম করতে হবে। তার জন্য সব থেকে বেশি প্রয়োজন সাংগঠনিকভাবে দলকে যেমন শক্তিশালী করা, তেমনি জনমত সৃষ্টি করা।’