নিজস্ব প্রতিবেদক:
পিরোজপুরের নাজিরপুরে গত দু’দিন ধরে খোঁজ নেই মাল্টা চাষী সাখাওয়াত বেপারীর (৫৫)। তিনি উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রাম নগর গ্রামের ইউসুফ বেপারীর পুত্র। গত বুধবার সকাল ৬ টার দিকে তিনি উপজেলার সেখমাটিয়া এলাকায় তার নিজের মাল্টা বাগান দেখাশুনার জন্য বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হন বলে তার পরিবার দাবি করেছেন। এ জন্য উৎকন্ঠায় রয়েছেন তার পরিবার। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে সাখাওয়াতের স্ত্রী হাফিজা বেগম নাজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ সাখাওয়াতের স্ত্রী হাফিজা বেগম জানান, গত বুধবার সকালে ফজরের নামাজ আদায় করে তার স্বামী মাল্টা বাগান দেখাশুনার জন্য বাড়ী থেকে বাগানের উদ্দেশ্যে বের হন। পরে দুপুরেও বাড়ী না ফেরায় তার ব্যবহৃত মুঠো ফোনে কল করলে সেটিও বন্ধ পাওয়া যায়। পরে খোঁজ নিয়ে জানা যায় তিনি বাগানেও যাননি।
নাজিরপুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া বলেন, থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। আমরা নিখোঁজের বিষয়টি তদন্ত করে দেখছি।