1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
দিন দিন বাড়ছে পিরোজপুরে নারী উদ্যোক্তা | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন

দিন দিন বাড়ছে পিরোজপুরে নারী উদ্যোক্তা

  • শেষ হালনাগাদ : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ১১৬৯ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুর জেলার অর্থনীতিতে দিন দিন বাড়ছে নারী উদ্যোক্তারা। জেলার বিভিন্ন স্থানে সাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আত্মকর্মসংস্থানের পথে নারীরা। এতে যেমন তাদের আত্মকর্মসংস্থান হচ্ছে তেমনি অর্থনৈতিক স্বাবলম্বনের সঙ্গে সঙ্গে দেশে বাড়ছে নারী প্রধান পরিবারের সংখ্যা। পুরুষের কাধে কাধ মিলিয়ে সমাজে সম্মানের সাথে বেঁচে থাকার লক্ষ্যেই তাদের এই প্রচেষ্টা। বিউটিপার্লার, হস্তশিল্প, পণ্যের সুপার শপ কিংবা যে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনায় জেলাজুড়ে নারীদের অবস্থান দৃশ্যমান ।
এক সময় যেসব কাজ শুধু পুরুষদের জন্যই নির্ধারিত ছিল, সেসব কাজে এখন নারীরাও অংশগ্রহণ করছে। অসংখ্য নারী জেলার বিভিন্ন স্থানে নানা ব্যাবসায় জড়িত। মূলত সংসারের পাশাপাশি কিছু বাড়তি আয়ের আশায় নারীদের কর্মক্ষেত্রে দেখা গেলেও, পিরোজপুরের চিত্র কিছুটা ভিন্ন। শহরের অনেক ব্যবসা প্রতিষ্ঠান একক ভাবে নারীরা পরিচালনা করছে যা একটা সময় প্রায় অসম্ভবই মনে করা হত। পোশাকের বিপনি বিতান,টেইলার্স,বিউটি পার্লারসহ নানা পণ্যের সুপার শপ কিংবা যে কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা। পাচ্ছেন সাফল্যতাও, পিছিয়ে পরা নারীদের আত্মকর্মসংস্থান করতে এ উদ্যোমী উদ্যোক্তরা।


এ বিষয়ে পিরোজপুর সদর উপজেলার পালপাড়ার গিতা রানী জানান, তার স্বামী কয়েক মাস আগে মারা গেলে জীবিকা নির্বাহে ও ছেলেমেয়েদের পড়ালেখা করানোর লক্ষ্যে চায়ের ব্যবসা শুরু করেন।
আরেক নারী উদ্যোক্তা হিরা মেইকওভার সত্বাধিকারী হিরা আক্তার জানান , নিজের পায়ে দাড়ানোর জন্য ও স্বাধীন থাকার জন্য মূলত ব্যবসা শুরু করা । পাশাপাশি নিজের সাথে সাথে অন্যদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করাও আমার লক্ষ্য । পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন বলেন, এধরনের নারীরা আমাদের কাছে যোগাযোগ করলে আমরা তাদের স্বাবলম্বী হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যম সৃষ্টি করে দেবো।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x