নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে তৃতীয় শ্রেণীর এক মাদ্রাসার শিক্ষার্থী (১০) কে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার আমরাজুড়ি ইউনিয়নের পূর্ব আমরাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, উপজেলার পূর্ব আমরাজুড়ি গ্রামের দিন মজুর মীর মাহাবুবুর রহমান মন্টুর মেয়ে স্থানীয় পূর্ব আমরাজুড়ি দারুল আরকাম এবতেদায়ী মাদ্রাসার তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী দুপুরের দিকে বাড়িতে বসে খেলা করছিল। এ সময় প্রতিবেশী মাছ ব্যবসায়ী ৪ সন্তানের জনক মোস্তফা ফকির (৬৫) মেয়েটিকে ঘরে একা পেয়ে ধর্ষনের চেষ্টা করে। মেয়েটি ডাক চিৎকার দিলে তার মা ও আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক মোস্তফা পালিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার রাতে মেয়েটির মা মাহিনুর বেগম বাদী হয়ে মোস্তফা ফকিরের নামে নারী ও শিশু নির্যাতন আইনে কাউখালী থানায় একটি মামলা দায়ে করেন।
কাউখালী থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, পূর্ব আমরাজুড়ি গ্রামে শিশু ধর্ষনের চেষ্টার ঘটনার থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে শিশুটিকে ডাক্তারি পরিক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।