পিরোজপুর পোষ্ট ডেক্স : শুক্রবার একসঙ্গে দুটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে। একদিকে নুসরাত ইমরোজ তিশা অভিনীত ‘মায়াবতী’ সিনেমাটি ২২টি ও অন্যদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহি অভিনীত ‘অবতার’ সিনেমাটি ৩৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ।
অরুণ চৌধুরী পরিচালিত ‘মায়াবতী’ সিনেমায় তিশার বিপরীতে অভিনয় করেছেন ইয়াশ রোহান। এছাড়াও অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, রাইসুল ইসলাম আসাদ, দিলারা জামান, মামুনুর রশীদ, ওয়াহিদা মল্লিক জলি, আফরোজা বানু, অরুণা বিশ্বাস, তানভীর হোসেন প্রবাল, আগুন প্রমুখ। দৌলতদিয়ার রেড লাইট এরিয়াতে সিনেমাটির শুটিং হয়েছে। এটি প্রযোজনা করছে আনোয়ার আজাদ ফিল্মস ও অনন্য সৃষ্টি ভিশন।
মাহামুদ হাসান শিকদার পরিচালিত ‘অবতার’ সিনেমায় আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এছাড়াও অভিনয় করেছেন নবাগত রুশো ,মিশা সওদাগর, কাজী হায়াৎ প্রমুখ। প্রযোজনা করছে সাগা এন্টারটেইনমেন্ট।