কাউখালী প্রতিনিধি : কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে । এতে রোগীরা চরম দূর্ভোগে রয়েছে।
উপজেলার একমাত্র সরকারি সেবামূলক প্রতিষ্ঠানটি তিন ধরে পানি সরবরাহ বন্ধ থাকার কারনে অনেক রোগীরা হাসপাতাল ছেড়ে বাড়ীতে চলে গেছে।
ভর্তি হওয়া রোগীরা বাইরে থেকে পানি এনে জরুরী কাজে ব্যবহার করছেন ।
জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের পানি উত্তোলণের পাম্পটি হঠাৎ করে অকেজো হয়ে যাওয়ার কারনে এ সমস্যার সৃষ্টি হয়েছে।
উপজেলা আবাসিক মেডিকেল অফিসার দীপ্ত কুন্ডু জানান, মটরের মেরামতের কাজ চলছে যে কোন সময় পানি সরবরাহ চালু হয়ে যাবে।