পিরোজপুর পোষ্ট ডেক্স : এবার ঢাকাই সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউডের শ্রদ্ধা কাপুর । বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘মাসুদ রানা’ কে নিয়ে নির্মিত চলচ্চিত্রে তার দেখা পাওয়া যাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে বিষয়টি জানা গেছে। কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেন সৃষ্ট এই চরিত্র নিয়ে এর আগেও চলচ্চিত্র নির্মিত হয়েছে। মাসুদ রানাকে নিয়ে এবার নতুন আরেকটি চলচ্চিত্র তৈরি হতে যাচ্ছে, সেখানে নায়িকার ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরকে।
জানা যায়, ‘মাসুদ রানা’ সিনেমাটি পরিচালনা করবেন আসিফ আকবর। এটি হবে যৌথ প্রযোজনার চলচ্চিত্র। বাংলাদেশের জাজ-এর সঙ্গে সহ-প্রযোজক হিসেবে থাকবেন সিলভারলাইন প্রোডাকশন্স। এতে হলিউড ও ঢালিউডের অভিনয়শিল্পীরা একত্রে কাজ করবেন। আগামী ২৭ সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হবে। বাংলাদেশ, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও আফ্রিকায় এর দৃশ্য ধারনের কাজ করা হবে।
তবে সিনেমাটিতে নায়কের ভূমিকায় কে অভিনয় করবেন তা এখনো জানা যায়নি ।