সৈয়দ মাহফুজ রহমান ঃ বর্তমানে উন্নত চিকিৎসা এ দেশেই হচ্ছে। ডেঙ্গু জ্বর রোধ করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এডিস মশা যাতে বংশ বিস্তার করতে না পারে সে জন্য নিজ দায়িত্বে অফিস, বাড়ির আঙিনা পরিস্কার রাখতে হবে। সরকার স্বাস্থ্য সেবাকে জনসাধারণের দোড়গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শুক্রবার দুপুরে ভান্ডারিয়া উপজেলা পরিষদের খন্দকার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন অডিটরিয়ামে উপজেলা হাসপাতাল ব্যবস্থ্যাপনা কমিটির এক সভায় এসব একথা বলেন।
উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আসামা আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ভবানী শংকর বল প্রমূখ।