ইন্দুরকানী প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ আল-আমিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পরীক্ষা করে তার দেহে ডেঙ্গু ভাইরাস সনাক্ত হওয়ার পর পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।ইন্দুরকানী উপজেলা ছাত্রদলের সভাপতি সাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত চারদিন আগে জ্বরে আক্রান্ত হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় পিরোজপুর সদর হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ডেঙ্গু রোগে আক্রন্ত হওয়ার বিষয় নিশ্চিত করেন। পরে তাকে সন্ধ্যায় পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।