পিরোজপুর পোষ্ট ডেক্স : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি সিআইডির শফিকুল ইসলাম সর্বশেষ প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সরকারের কাছে ‘ক্লিন ইমেজ’র অফিসার হিসেবে তার সুনাম রয়েছে। তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি থাকায় ঢাকার সব জেলায় ইতিবাচক পরিস্থিতি রেখেছিলেন। ‘ক্লিন ইমেজ’ ও ‘ডেকোরেটেড অফিসার’ হিসেবে তার বেশ সুনাম আছে।তিনি বাংলাদেশ পুলিশ সার্ভিসে ১৯৮৯ সালে যোগদান করেন। তার বাড়ি কুষ্টিয়া জেলায়।