নিজস্ব প্রতিনিধি : সড়ক দুর্ঘটনায় নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মশিউর রহমান রাজীবের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে ।
এ উপলক্ষে পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে ‘চেরাগ পরিবারের’ আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাজী অরুনিম রহমান। আলোচনা করেন পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবর রহমান, জুজখোলা হাইস্কুলের প্রধান শিক্ষক বিপূল মৈত্র, সহকারী শিক্ষক শান্ত রঞ্জন দাস, চেরাগ সদস্য মোঃ সবুজ শেখ, আল মাহমুদ, নূর মোহাম্মাদ। আলোচনা সভা সঞ্চলনা করেন মোঃ আলাল হাওলাদার। কোরান তেলাওয়াত করেন হাফেজ মোঃ রিয়াজুল ইসলাম। দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ সাখাওয়াত হোসেন।
এ ছাড়া পিরোজপুর সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রায়ত রাজীবের বাবা পিরোজপুর টাউন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী মুজিবর রহমান ভেষজ বৃক্ষ রোপন করেন ।