স্বরূপকাঠি প্রতিনিধিঃ
ছারছিনা দরবার শরীফের তিনদিন ব্যাপি ১২৯ তম বার্ষিক ইছালে ছওয়াব মাহফিলের আখেরী মোনাজাত আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। যোহর নামাজ বাদ আখেরী মোনাজাত পরিচালনা করবেন ছারছিনার পীর আলহাজ¦ মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। শুক্রবার থেকে শুরু হওয়া এ মাহফিলে প্রতি বছরের ন্যায় এ বছরও হাজার হাজার মুসল্লী শরীক হয়েছেন। আখেরী মোনাজাতে লক্ষাধিক মুসল্লী অংশ নিবেন বলে ধারণা করা হচ্ছে। তিনদিনের এ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে ওয়াজ নসিহত করেন পীর সাহেবের বড় ছেলে মাওলানা শাহ আবু নসর নেছার উদ্দিন আহমেদ হোসাইন, ছোট ছেলে মাওলানা শাহ আবু বকর মোহাম্মদ সালেহ নেছারউল্লাহ, মাওলানা আজম অহিদুল আলম,মাওলানা আব্দুল গাফ্ফার কাসেমী, মাওলানা মোহাম্মদ হায়দার হোসাইন, মাওলানা আজম ওবায়দুল্লাহ ও মাওলানা বদরুজ্জামান রিয়াদ প্রমুখ।