নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রলীগ কর্মীর হামলায় আহত হয়েছেন পুলিশের এক এ.এস.আই। আহত পুলিশের এ.এস.আই মোঃ আব্বাস উদ্দিন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে হামলকারী ছাত্রলীগ কর্মী তৌকির ও তার ভাই আহাদকে আটক করে বলে জানায় ইন্দুরকানীর ওসি হাবিবুর রহমান।
পুলিশ জানায়, বিকেলে ইন্দুরকানী কলেজ মোড়ে চেকপোষ্টে দায়িত্ব পালন করছিলেন এএসআই আব্বাস উদ্দিন ও দুই পুলিশ সদস্য । এমন সময় স্থানীয় বালিপাড়া বাজার থেকে ইন্দুরকানীতে তরিকুলসহ আরো ৩ জন মটরসাইকেলে ফিরছিল। ইন্দুরকানী কলেজ মোড়ে মটরসাইকেলটি পৌছালে পুলিশ থামাতে বললে না থামিয়ে সামনের দিকে এগিয়ে যায় । এসময় এক পুলিশ সদস্য দৌড়ে গিয়ে মটর সাইকেল থামায় । এএসআই আব্বাস উদ্দিন মটর সাইকেল না থামানোর কারন জানতে চাইলে বাকবিতন্ড শুরু করে মটর সাইকেল আরোহী ছাত্রলীগ কর্মী তৌকির। বাকবিতন্ডের এক পর্যায় এএসআই আব্বাস উদ্দিন উপর এলোপাথাড়ি ঘুষি মাড়তে শুরু করে । এসময় অন্য দুই পুলিশ সদস্য দৌড়ে এসে ঘটনাস্থল থেকে হামলকারী ছাত্রলীগ কর্মী তৌকির ও তার ভাই আহাদকে আটক করে । ইন্দুরকানীর ওসি হাবিবুর রহমান জানান , আসামী আটক করা হয়েছে । এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে ।