1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy@gmail.com : Shuvo Roy : Shuvo Roy
  3. epiropur@gmail.com : e p : e p
  4. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
চীনে এবার ‘ল্যাংগায়া’ ভাইরাস | পিরোজপুর পোষ্ট ২৪
মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪২ পূর্বাহ্ন

চীনে এবার ‘ল্যাংগায়া’ ভাইরাস

  • শেষ হালনাগাদ : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৫৭ জন সংবাদটি দেখেছেন
ফাইল ফটো

পিরোজপুর পোষ্ট : করোনার উৎসভূমি চীনে এবার নতুন ভাইরাসের আর্বিভাব হয়েছে । ভাইরাসটির নাম হচ্ছে ল্যাংগায়া । এরি মধ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৫ জন । দেশটির হেনান এবং শানডং প্রদেশে নভেল ল্যাংগায়া হেনিপাভাইরাস (লেভি) নামের এ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে ।

এই ভাইরাসে আক্রান্ত রোগীর শরীরে জ্বর, ক্লান্তি ও কাশির মতো উপসর্গ দেখা দেয়। প্রাণী থেকে মানুষের শরীরে আসা লেভি মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়তে পারে কি না তা অবশ্য নিশ্চিত হওয়া যায় নি ।

২০১৯ সালে মানুষের মধ্যে প্রথম দেখা এই ‘ল্যাংগায়া’ । তবে এ বছর এই ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়ল। ‘ল্যাংগায়া’ ভাইরাস মূলত নিপাহ ভাইরাস পরিবারের সদস্য।

চলতি মাসে নিউ ইংল্যান্ড জার্নালে চীন, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ার গবেষকদের লেখা চিঠিতে এই ভাইরাস নিয়ে তথ্য দেয়া হয়েছে।

গবেষণায় অংশ নেয়া সিঙ্গাপুরের ডিউক-এনইউএস মেডিকেল স্কুলের ইমার্জিং ইনফেকসাস ডিজিজ প্রোগ্রামের অধ্যাপক ওয়াং লিনফা বলেন, এখন পর্যন্ত এ ভাইরাস মারাত্মক বা খুব গুরুতর কিছু নয়। তাই আতঙ্কিত হওয়ার কিছু নেই।

তথ্যসূত্র : বিবিসি

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২২। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x