শুভ রায় : পিরোজপুরে গরুরহাটগুলোতে কেউ যেন অতিরিক্ত টাকা আদায় না করে সে দিকে লক্ষ্য রাখছে পুলিশ। পাশাপাশি জালটাকা সনাক্ত করন, চাঁদাবাজি,মলমপার্টি,ছিনতাইকারীমুক্ত রাখতে পিরোজপুর জেলা পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছেন পিরোজপুরের পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান ।
শনিবার বিকেলে পিরোজপুরের পশুরহাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন । এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) আহম্মেদ মাঈনুল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ এস.এম জিয়াউল হক, সাংবাদিক মনিরুজ্জামান নাসিম আলী, পিরোজপুর টেলিভিশ জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি ফসিউল ইসলাম বাচ্চু প্রমুখ ।
পুলিশ সুপার আরো বলেন, যারা পশু ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার অপচেষ্টা করবে । এমন কথা শোনার সাথে সাথে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে । তাছাড়া জাল টাকা নির্ণয় করার জন্য ও অতিরিক্ত অর্থ লেনদেনে ক্ষেত্রে ঝুকি মনে হলে পুলিশের সাহায্য নেওয়ার আহ্বান জানান ।এসময় পুলিশ সুপার পশুরহাটের ইজারাদার,ব্যবসায়ী,ক্রেতাদের সাথে আলাপ শেষে পুলিশ কন্ট্রোলরুম পরিদর্শন করেন । পিরোজপুরে এবার ২৯ টি স্থায়ীহাট সহ ৪০ টি পশুরহাট রয়েছে ।