1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ঘূর্ণিঝড় বুলবুল’র হানা : ইন্দুরকানীতে ১শ ২৫ হেক্টর জমির কলা ক্ষেত লন্ডভন্ড, দিশেহারা চাষীরা | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:০৫ অপরাহ্ন

ঘূর্ণিঝড় বুলবুল’র হানা : ইন্দুরকানীতে ১শ ২৫ হেক্টর জমির কলা ক্ষেত লন্ডভন্ড, দিশেহারা চাষীরা

  • শেষ হালনাগাদ : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৬৯৬ জন সংবাদটি দেখেছেন

জে. আই লাভলু : পিরোজপুরের ইন্দুরকানীতে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ১শ ২৫ হেক্টর জমির কলা ক্ষেত লন্ডভন্ড হয়ে যাওয়ায় চাষীরা দিশেহারা হয়ে পড়েছে। ধারদেনা ও বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে উপজেলার কলা চাষীরা কলার চাষ করেন। কিন্তু কৃষকের স্বপ্নকে লন্ডভন্ড করে দেয় সর্বনাশা ঘূর্ণিঝড় বুলবুল। কলা চাষ করেই ক্ষতিগ্রস্ত কৃষকরা জীবিকা নির্বাহ করত। কিন্তু ঘূর্ণিঝড় বুলবুল তাদের সেই স্বপ্নকে চুরমার করে দিয়ে পথে বসিয়ে দিয়ে গেছে। এখন তারা দিশেহারা হয়ে পড়েছে। এর উপর ঋণের বোঝা মাথায় নিয়ে দুঃশ্চিন্তায় তাদের দিন কাটছে। ক্ষতিগ্রস্ত কলা চাষীরা সরকার বা কোন সংস্থা থেকে সহায়তা পায়নি। এমনকি টাকার অভাবে অনেক চাষী ক্ষেতের ধ্বংস স্তুপ পরিস্কার করে নতুন গাছ লাগাতে পারছে না।
ঘূর্ণিঝড় বুলবুলে উপজেলার চরনী পত্তাশী গ্রামের মো. বাদল খানের দেড় বিঘা জমির ১৫শ’ কলাগাছ ক্ষতিগ্রস্থ হয়েছে, যার ক্ষতির পরিমান দেড় লক্ষ টাকা। জালাল শেখ নামের এক চাষীর ২ বিঘা জমির ১৭শ’ কলা গাছ ভেঙ্গে দেড় লক্ষ টাকার ক্ষতি, হাসান আকনের ৩ বিঘা জমির ২ হাজার কলা গাছ ভেঙ্গে দুই লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি, ছগির আকনের দেড় বিঘা জমির ১৫শ’ কলা গাছ ভেঙ্গে দেড় লক্ষ টাকা, হানিফ খানের ৩ বিঘা জমির ৩ হাজার কলা গাছ ভেঙ্গে ৩ লক্ষ টাকা, জাকির হোসেন হাওলাদারের ৩ বিঘা জমির ৩ হাজার কলা গাছ ভেঙ্গে ক্ষতির পরিমান ৩ লক্ষ টাকা, জানে আলম হাওলাদারের ৪ বিঘা জমির ৪ হাজার কলা গাছ ভেঙ্গে ৪ লক্ষ টাকা, জাহাঙ্গীর হাওলাদারের ২ বিঘায় ক্ষতি ২ লাখ টাকা, আলমগির হোসেনের ৬ বিঘা উপর কলা চাষে ক্ষতি ৬ লক্ষ টাকা, বাবুল খানের ৬ লক্ষ টাকা, সাব্বির শেখ’র ৭ বিঘায় ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
এছাড়া পত্তাশী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন হাওলাদার, ইন্দুরকানী গ্রামের আবুল বাশার মৃধা, মজুন হাওলাদার, ইলিয়াছ হাওলাদার, জনারধনের ও চাড়াখালী গ্রামের মো. কামাল হাওলাদারের ৩ টি ক্ষেত, চর গাজীপুর গ্রামের ইউপি সদস্য ইলিয়াস হোসেনের ১১ হাজার কলা গাছসহ প্রায় ৩ শতাধিক কলা ক্ষেত নষ্ট হয়ে গেছে।চরনী পত্তাশী গ্রামের বাদল খান জানান, ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে আমার কলা ক্ষেত একেবারে ধ্বংস হয়ে গেছে, আমি এখন নিঃস্ব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার বা কোন সংস্থা থেকে আমরা কোন সহায়তা পাইনি। সরকার আমাদের সহযোগীতা করলে আমরা হয়তো আবার কলার চাষ শুরু করতে পারব। উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়রা সিদ্দীকা জানান, ১৪৫ জন কলা চাষীর ১২৫ হেক্টর কলাক্ষেতের মধ্যে ১০০ হেক্টর ক্ষেতের ক্ষতি হয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x