1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ঘুর্নিঝড় ” বুলবুল” মোকাবেলায় স্বরূপকাঠিতে ব্যাপক প্রস্তুতি | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ১০:১৩ অপরাহ্ন

ঘুর্নিঝড় ” বুলবুল” মোকাবেলায় স্বরূপকাঠিতে ব্যাপক প্রস্তুতি

  • শেষ হালনাগাদ : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৫৩৯ জন সংবাদটি দেখেছেন

স্বরূপকাঠি  প্রতিনিধি : ঘুর্নিঝড় ’বুলবুল’ মোকাবিলায় শনিবার দুপুরে স্বরূপকাঠিতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো.আব্দুল হক। দুর্যোগ মোকাবেলায় এ উপজেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহন করেছে প্রশাসন । ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবু জানান উপজেলা দুর্যোগব্যবস্থাপনা কমিটির সভা করে সব ইউনিয়নে আশ্রয় কেন্দ্র, আনসার ভিডিপির সদস্য, রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবক, গ্রাম পুলিশদের প্রস্তুত রাখা হয়েছে। ইউএনও অফিসে কনট্রোলরুম খোলা হয়েছে। সতর্কতার জন্য সর্বত্র মাইকিং করার জন্য চেয়ারম্যানদের জানানো হয়েছে। ঘুর্নিঝড় আশ্রয় কেন্দ্র ছাড়াও সকল বিদ্যালয়ের পাকা ভবন সমুহ আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। টিএইচএ ডা.তানবির আহমেদ সিকদার জানান দুর্যোগ মোকাবিলায় ১৩টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে।এদিকে ঘুর্নিঝড় বুলবুল এর প্রভাবে শুক্রবার সকাল থেকে শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কখনো হালকা কখনো মাঝারী ও কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x