1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের সর্বত্মক সহযোগীতা করা হবে: গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৭:১১ অপরাহ্ন

ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থদের সর্বত্মক সহযোগীতা করা হবে: গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী

  • শেষ হালনাগাদ : বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯
  • ৬৮৬ জন সংবাদটি দেখেছেন

স্বরূপকাঠি থেকে হজরত আলী হিরু:
গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সকল দুর্যোগে মানুষের পাশে থাকতেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাও সকল দুর্যোগে জনগনের পাশে থাকেন সুতরাং সরকারী কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি আওয়ামীলীগের নেতাকর্মীদের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার আহ্বান জানান। তিনি বুধবার স্বরূপকাঠিতে ঘুর্নিঝড় ” বুলবুল” ’র তান্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে এ আহ্বান জানান। এসময় মন্ত্রী ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সর্বাত্মক সহযোগীতার আস্বাস দেন। মন্ত্রী গতকাল বুধবার দুপুর থেকে উপজেলার পৌর এলাকা ও বিভিন্ন ইউনিয়নে ত্রান বিতরন করেন। এসময় তার সাথে ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিয়াজ হোসেন পিপিএম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক ্এস এম ফুয়াদ, পৌর মেয়র মো. গোলাম কবির, ওসি মো. কামরুজ্জামান তালুকদার,  মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা গৌতম নারায়ন চৌধূরী,  উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুস সালাম সিকদার, কাজী সাইফুদ্দিন তৈমুরসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ। উল্লেখ্য ঘুর্নিঝড় বুলবুলের তান্ডবে স্বরূপকাঠিতে ৩ হাজার ৩০০ বাড়ীঘর , ৬২ টি শিক্ষা প্রতিষ্ঠান,শতাধিক পোল্ট্রি ফার্ম, প্রায় শত কিলোমিটার সড়ক, ৯ হাজার ৩০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x