1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
গ্রীন লাইন পরিবহনের পিরোজপুর-কলকাতার সরাসরি বাস সার্ভিস শুরু | পিরোজপুর পোষ্ট ২৪
রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৬:১৯ অপরাহ্ন

গ্রীন লাইন পরিবহনের পিরোজপুর-কলকাতার সরাসরি বাস সার্ভিস শুরু

  • শেষ হালনাগাদ : শুক্রবার, ১ নভেম্বর, ২০১৯
  • ৪১৩৬ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি: পিরোজপুর-কলকাতা রুটে আজ থেকে সরাসরি বাস সার্ভিস শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে পিরোজপুর জেলা বাস টার্মিনাল থেকে গ্রীনলাইন পরিবহনের এ বাস সার্ভিসের অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু আলী মো: সাজ্জাদ হোসেন এবং পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান।

পিরোজপুর জেলা বাস টার্মিনাল থেকে প্রতিদিন সকাল ৭ টায় গ্রীনলাইন পরিবহনের বাসটি কলকাতার নিউমার্কেটের উদ্দেশ্য ছেড়ে যাবে এবং দুপুর ২ টায় গন্তব্যে পোঁছাবে। কলকাতা থেকেও একই সিডিউলে পিরোজপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পথে বাংলাদেশ ও ভারত সীমান্তের বেনাপোল ও পেট্রাপোল (হরিদাসপুর) পয়েন্টে স্বল্প সময় ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।

পিরোজপুরের গ্রীনলাইন পরিবহনের কাউন্টার প্রতিনিধি মো. নজরুল ইসলাম বলেন ,গ্রীনলাইন পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত হিনো লাক্সারি ৩৬ আসনের এ চেয়ার কোচের ভাড়া ১২০০ টাকা এবং কলকাতা থেকে পিরোজপুরের ভাড়া ১০০০ রুপি নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেনাপল পর্যন্ত এ বাস সার্ভিসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮০০ টাকা।

গ্রীনলাইন পরিবহনের এ বাস সার্ভিসের পিরোজপুর ছাড়াও বাগেরহাট, খুলনা ও বেনাপোলে কাউন্টার থাকবে। পিরোজপুরে ০১৯১৯১৬৬৫০০ ও ০১৯১৯৭৭৭৩০৩ মোবাইল নম্বরে কল করে টিকেট বুকিংসহ সকল তথ্য পাওয়া যাবে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x