পিরোজপুর পোষ্ট ডেষ্ক : গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাকিস্তানের একটি ট্রেনে অন্তত ৬২ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে। রান্নার জন্য রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।
বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের লিয়াকতপুরে করাচি থেকে রাওয়ালপিন্ডিগামী তেজগাম ট্রেনটিতে এ ঘটনা ঘটে। পাকিস্তানের জিও টেলিভিশন জানিয়েছে, আগুনে ট্রেনের তিনটি বগি বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় অগ্নিনির্বাপন সংস্থার ভাষ্যমতে, ৬২ জন নিহতের খবর নিশ্চিত হওয়া গেছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে কয়েকজন আগুনের ধোঁয়া থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে লাফ দিয়েছিলেন।
পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ বলেছেন, দুটি রান্নার চুলা বিস্ফোরিত হয়েছে। ওই সময় রান্না হচ্ছিল। রান্নার তেল থাকায় আগুন আরো ছড়িয়ে পড়ে। ট্রেন থেকে লাফ দিয়ে পড়ায় অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে। যে বগিটিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে তাবলিগ জামাতের একটি দল ছিল। তারা সেখানে সকালের নাস্তার জন্য রান্না করছিলেন। তাদের সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটেছে।