পিরোজপুর পোষ্ট ডেক্স : ‘দুপুর ঠাকুরপো’-২ এর ‘ঝুমা বৌদি’র ভূমিকায় অভিনেত্রী মোনালিসা বেশ পরিচিত মুখ । বিগ বস-১০ এ অংশ নেওয়ার পর থেকেই মূলত তার নাম ছড়িয়ে পড়ে । তাছাড়া ভোজপুরি গানেও তার দেখা মেলে ।ভোজপুরি সিনেমাতে অভিনয় করে তাক লাগিয়েছেন মোনালিসা। ভোজপুরী ছবির প্রথম সারির প্রায় সব নায়কের সঙ্গেই কাজ করেছেন। বর্তমানে নজর নামের একটি সিরিয়ালে অভিনয় করছেন তিনি।
এবার মোনালিসা শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন। ‘খাতরা’ নামের একটি টেলিভিশন অনুষ্ঠানের শুটিং করতে গিয়ে গুরুতরভাবে আহত হন তিনি । এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।জানা গেছে, ওই রিয়্যালিটি শো-তে স্টান্ট দেখাচ্ছিলেন মোনালিসা। সেই সময়ই আঘাত পান তিনি।। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই শোতে মোনালিসা ছাড়াও আছেন ভারতী সিং, হর্ষ লিম্বাচিয়া, রিম শেখ, আদিত্য নারায়ণ ও রিধিমা ।