পিরোজপুর পোষ্ট ডেক্স : গণমাধ্যমে কর্মরত সুরক্ষায় ‘গণমাধ্যমকর্মী আইন’ চূড়ান্ত করার কাজ চলছে। মঙ্গলবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাষ্ট জার্নালিস্ট নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ একথা বলেন।
এসময় তিনি আরো বলেন, ‘গণমাধ্যম আইনটি পাস হয়ে গেলে এ পেশায় শৃঙ্খলা ফিরে আসবে। আইন পাসের পর হঠাৎ করেই কর্মী ছাঁটাই চলবে না। ছাঁটাই করলেও কর্মীদের সব ধরনের পাওনা বুঝিয়ে দিতে হবে।’‘বর্তমানে ৩৩টি চ্যানেল অন এয়ারে আছে। আরও চ্যানেল আসছে। এখানে আরো কয়েক হাজার গণমাধ্যমকর্মী কাজ করবে।তাই দেশের গণমাধ্যমকর্মীদের স্বার্থ সংরক্ষনের জন্য গণমাধ্যমকর্মী আইন প্রয়োজন।’
বৈঠকে তথ্যসচিব আব্দুল মালেক ছাড়াও ব্রডকাষ্ট জার্নালিষ্ট সেন্টারের সভাপতি রেজওয়ানুল হক রাজা, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ ও অন্যরা উপস্থিত ছিলেন।