পিরোজপুর পোষ্ট ডেক্স : গণতন্ত্র হত্যার জন্য আওয়ামীলীগকে ট্রফি দেওয়া উচিৎ । এই সরকার তো জনগণের কোনও কথায় শুনবে না। তারা জনগনের ভোটে ক্ষমতায় আসে নি । বেগম জিয়াকে মুক্ত করে দিন ও সুষ্ঠু নির্বাচনের দিয়ে দেখুন । শুক্রবার দুপরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল আবদীন ফারুখ।
এসময় তিনি আরো বলেন, আন্দোলন আমরা এখনও শুরু করিনি। শুধুমাত্র আন্দোলন শুরুর একটা বার্তা গত ৩ সেপ্টেম্বর বিএনপি কার্যালয়ের সামনে আপনারা দেখেছেন। এই বার্তা দিয়ে আওয়ামী লীগ বোঝা উচিৎ, এই জনস্রোত যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে আপনারা বোকার স্বর্গে বাস করছেন।