1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতেই নির্দোষ বেগম জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে - রিজভী | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৯:০২ অপরাহ্ন

গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতেই নির্দোষ বেগম জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে – রিজভী

  • শেষ হালনাগাদ : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৪৯০ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর পোষ্ট ডেষ্ক : চূড়ান্তভাবে গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতেই নির্দোষ বেগম জিয়াকে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জেষ্ঠ্য যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার ব্যবস্থা ও নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী ।

শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে রুহুল কবির রিজভী এসব কথা বলেন ।খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সরকার নির্দয় আচরণ করছে বলে অভিযোগ জানিয়ে রিজভী আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে কারাগারে ভীষণ অসুস্থ। তার অসুস্থতা নিয়ে চলছে সরকারের নির্দয় আচরণ। তার উন্নত চিকিৎসার অধিকার কেড়ে নেয়া হয়েছে। গত ১৪ দিনে কোনো চিকিৎসক তার কাছে যাননি। বিএসএমএমইউর ভিসি সাহেব গত সপ্তাহে রিমাটোলজিস্টদের দিয়ে যে মেডিক্যাল বোর্ড গঠন করেছেন, এখন পর্যন্ত সে মেডিক্যাল বোর্ড বেগম জিয়া কিংবা তার কোনো স্বজনকে চিকিৎসার রিপোর্ট দেননি। বর্তমানে তার শারীরিক অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে পৌঁছেছে। দুই মাস আগে দেশনেত্রী খালেদা জিয়ার দাঁতের এক্সরে করা হলেও এখন পর্যন্ত সেই রিপোর্ট পাওয়া যায়নি। যেহেতু বেগম জিয়ার ব্লাড সুগারের মাত্রা অতিরিক্ত তাই তার দাঁতের সমস্যার কারণে চোখসহ শরীরের অন্যান্য সমস্যা প্রকট হওয়ার আশঙ্কা খুবই বেশি।বারবার ইনসুলিন পরিবর্তন এবং ইনসুলিনের মাত্রা বৃদ্ধির পরেও কোনো অবস্থাতেই তার সুগার নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, জানিয়ে তিনি বলেন, কোনো কোনো সময় এটি ২৩-২৪ মিলিমোল পর্যন্ত উঠে যাচ্ছে। সুগার নিয়ন্ত্রণ করতে গিয়ে খাবারের পরিমাণ অনেক কমিয়ে দেয়ায় শরীরের ওজন অনেক কমেছে। তিনি হাঁটতে পারেন না, হাত নাড়াতে পারেন না। যথাযথ চিকিৎসার বিষয়ে আমরা বারবার দাবি করা সত্বেও দেশনেত্রীকে উন্নত যন্ত্রপাতি বিশিষ্ট কোনো বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। দেশবাসী দেশনেত্রীর পরিণতি নিয়ে অজানা আতঙ্ক ও শঙ্কার মধ্যে রয়েছে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x