নিজস্ব প্রতিনিধি : বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে পিরোজপুর জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেনের সভাপতিত্বে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জেলা শ্রমিক দলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাধারন সম্পাদক আলমগীর হোসেন।
এসময় আলমগীর হোসেন বলেন, যেকোন মূল্যে দেশমাতার মুক্তি ও গনতন্ত্র ফিরিয়ে আনাই আমাদের একমাত্র লক্ষ্য। তাই চুড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নিন।মানববন্ধনে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা নাদির খান রাজু, কে,এম সাখাওয়াত, তরিকুল ইসলাম নজিবুল, জাহিদুল ইসলাম, তানজিদ হাসান, পৌর শ্রমিক দলের সভাপতি আব্দুল রাজ্জাক ফকির, শ্রমিক নেতা শাহাজাহান সরদার, আঃ বারেক শেখ প্রমুখ।