ইন্দুরকানী প্রতিনিধিঃ পিরোজপুরে এক সাংবাদিক পরিবারের ৫ জন খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে খবর পাওয়া গেছে। জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার রাতের খাবার খেয়ে একে একে সবাই অসুস্থ হয়ে পরে।
জানাগেছে, দৈনিক বাংলাদেশ প্রতিদিন’এ ঢাকায় কর্মরত সাংবাদিক আলী রিয়াজের পিতা মুক্তিযোদ্ধা কেএম মোসলেম আলী পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার পত্তাশী এলাকায় পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করেন। মঙ্গলবার রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের সবাই রাতের খাবার খায়। পরে একে একে তারা সবাই অসুস্থ হয়ে পরে। পরিবারের ৬ জন সদস্যের মধ্যে ৫ জনকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ভর্তিকৃত সদস্যরা হলেন, সাংবাদিক আলী রিয়াজের পিতা মুক্তিযোদ্ধা কেএম মোসলেম আলীসহ, নুরুন্নাহার বেগম, মুন্নি আফরীন, রুমী আফরীন, মিথীলা আক্তার।
পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ নিজাম উদ্দীন জানান, খাদ্যে বিষক্রিয়ায় পরিবারের সবাই অসুস্থ হয়েছে। একজনের অবস্থা গুরুতর। তার জ্ঞান এখনও ফেরেনি। তার চিকিৎসা চলছে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে হাসপাতেল গিয়েছিলেন। এ বিষয়ে অভিয়োগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।