পিরোজপুর পোষ্ট : ‘ক্যাসিনো’ নামে নতুন একটি সিনেমায় নাম লেখালেন বুবলী। এতে তার বিপরীতে অভিনয় করবেন চিত্রনায়ক নিরব। এরই মধ্যে এ দুই শিল্পী চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।সিনেমাটি নির্মাণ করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। ‘দেশা দ্য লিডার’-খ্যাত নির্মাতা সৈকত নাসির বলেন, গত ১০ নভেম্বর নিরব-বুবলী চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তাসকিন রহমানও অভিনয় করবেন। আগামী ২০ নভেম্বর থেকে ঢাকায় সিনেমাটির শুটিং শুরু করবে।
থ্রিলার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘ক্যাসিনো’ সিনেমার গল্প। এটি প্রযোজনা করছে সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল।
সংবাদ পাঠিকা থেকে ২০১৬ সালে শাকিব খানের হাত ধরে চলচ্চিত্রে আসেন শবনম বুবলী। এ নায়কের সঙ্গে ‘বসগিরি’, ‘শুটার’, ‘রংবাজ’, ‘অহংকার’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়্যা’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’, ‘মনের মতো মানুষ পাইলাম না’, ‘একটু প্রেম দরকার’ কাজ করে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
এবার প্রথমবার শাকিব বলয় ছেড়ে নতুন করে কাজ করছেন বুবলী ।