1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
ক্বিরাত সম্মেলনে “পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান” : সমালোচনার ঝড় | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৮:০৫ অপরাহ্ন

ক্বিরাত সম্মেলনে “পাকিস্তান জিন্দাবাদ শ্লোগান” : সমালোচনার ঝড়

  • শেষ হালনাগাদ : মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩
  • ২৫৪ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : পিরোজপুরের স্বরুপকাঠতে ৪র্থ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন অনুষ্ঠানে “পাকিস্তান জিন্দাবাদ ” শ্লোগান দেয়ার কারণে এলাকায় সমালোচনার ঝড় বইছে। পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী কোরআন তিলাওয়াতকে এক পর্যায়ে অনুষ্ঠান আয়োজনকারীদের ভিতর দিয়ে মাইকে “পাকিস্তান জিন্দাবাদ ” বলে শ্লোগান দেয়। এমন একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয় সহ পুরো জেলায় এটা নিয়ে সমালোচনা চলছে।

রবিবার (২৯ জানুয়ারী) রাতে জেলার স্বরুপকাঠী উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের আয়োজনে এবং আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত ৪র্থ আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনের এ ঘটনা ঘটে।

উদ্বোধন অনুষ্ঠানে হামিদা-সাঈদ ফাউন্ডেশনের সভাপতি মো. মাসুদুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং মাহমুদুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে কোরআন তিলাওয়াত করেন, মিশরের ক্বারী শাইখ মাহমুদ কামাল নাজ্জার, ইরানের ক্বারী আহমাদ আবুল কাসেমী, পাকিস্তানের ক্বারী আনোয়ারুল হাসান বুখারী, ফিলিপাইনের ক্বারী নো’মান পিমবায়াবায়া এবং বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ আল- আযহারী, ক্বারী এ কে এম ফিরোজ, বিশ্বজয়ী হাফেজ মুহাম্মদ জাকারিয়া সহ স্থানীয় ক্বারী ও হাফেজগন।

তবে স্থানীয়া জানান, স্বাধীন বাংলাদেশে “ পাকিস্তান জিন্দাবাদ” শ্লোগানকে কোন ভাবেই মেনে নেয়া যায় না। যারা এই শ্লোগান দিয়েছে বা এই শ্লোগান দেয়ার পিছণে কোন উদ্যেশ্য আছে কিনা তা প্রশাসনের খতিয়ে দেখা উচিত।

এ বিষয়ে আয়োজক কমিটি হামিদা- সাঈদ ফাউন্ডশনের সভাপতি মাসুদুর রহমান মাসুদ জানান, পাকিস্তান জিন্দাবাদ শ্লোগানটির সাথে আয়োজক কমিটি বা আগত ক্বারীদের কোন সম্পর্ক নেই ।

 

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x