1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
“কৈশোর তারুণ্যে বই” শ্লোগানে পিরোজপুর শিশু-কিশোর সংগঠনের বই মেলা | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:৩৯ অপরাহ্ন

“কৈশোর তারুণ্যে বই” শ্লোগানে পিরোজপুর শিশু-কিশোর সংগঠনের বই মেলা

  • শেষ হালনাগাদ : শনিবার, ৩ আগস্ট, ২০১৯
  • ৫৪৭ জন সংবাদটি দেখেছেন

নিজস্ব প্রতিনিধি : “কৈশোর তারুণ্যে বই” এই শ্লোগানে পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিশু-কিশোর সংগঠন কৈশোর তারুণ্যে বই এর আয়োজনে শুরু হয়েছে তিনদিন ব্যাপী বই মেলা।
আজ শনিবার সকালে এ বই মেলার উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন কৈশোর তারুণ্যে বই এর সভাপতি, সময় টেলিভিশনের পরিচালক ও বার্তা প্রধান তুষার আবদুল্লাহ, কৈশোর তারুণ্যে বই এর ট্রাষ্টি সৈয়দ জাকির হোসেন, কৈশোর তারুণ্যে বই এর ট্রাষ্টি কাকলি প্রধান, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি শেখ মামুনুর রশিদ, সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন মাঝি, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী আজিজি। বই মেলায় ৯টি ষ্টল অংশ গ্রহন করে। ৩ আগষ্ট থেকে ৫ আগষ্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এ বই মেলা।
শিশু কিশোরদের বই পড়ার প্রতি আগ্রহী করার এ উদ্যোগ নেওয়ায় আয়োজকদের ধন্যবাদ দেন প্রধান অতিথি। ভবিষ্যতেও যাতে এ কার্যক্রম অব্যহত থাকে এজন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান তিনি।
এ সময় তুষার আবদল্লাহ তার বক্তব্যে জানান, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করতেই তারা এ বই মেলার আয়োজন করছেন। আগামীতেও এ ধরণের মেলার আয়োজনের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ বই মেলায় শহরের ৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। বই মেলায় রাজধানীর নয়টি পুস্তক প্রকাশনী সংস্থা দেশের বিখ্যাত লেখকদের নতুন নতুন বইয়ের পাশাপাশি শিশু-কিশোরদের উপযোগী সব ধরণের বই রয়েছে। বইগুলোর মধ্যে রয়েছে গল্প, কবিতা, সাহিত্য, সায়েন্স ফিকশন, শিশুতোষ, কিশোর রহস্য, গোয়েন্দা কাহিনী, রূপকথা, ভৌতিক, জীবনীগ্রন্থ ছাড়াও ইতিহাস, সাধারণ জ্ঞাণ, মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের উপর বিভিন্ন লেখকের লেখা নানা ধরনের বই।
বই কেনার এ ধরণের একটি সুবর্ণ সুযোগ পেয়ে খুশি মেলায় আগত শিক্ষার্থীরাও।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x