পিরোজপুর পোষ্ট :কেউ যেন মাস্ক না পরে বাহিরে যায়। সকলকে অবশ্যই নিরাপদ দূরত্ব মানতে হবে।অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে করতে হবে। এটা সবার জন্য প্রযোজ্য। খোলা যায়গায় অনুষ্ঠান করলে ভালো কারন এতে ভাইরাসটা ছড়াতে পারে কম। রবিবার সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন ।
এসময় তিনি আরো বলেন, করোনা সংক্রমণের বিরুদ্ধে মাঠে সক্রিয় হতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন শেখ হাসিনা। বলেন, ‘করোনার আরেকটি ধাক্কা আসছে। সবাইকে প্রস্তুতি নিতে হবে যাতে সাধারণ মানুষের কোনো কষ্ট না হয়।
‘রাজনৈতিক দল হিসেবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এ নির্দেশনা আগেও দিয়েছিলাম। আবারও বলছি মানুষের পাশে দাঁড়াতে হবে। গরীবদের সহযোগিতা করতে হবে। নিজেরা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং অন্যরা যেন মেনে চলে সে ব্যবস্থা করতে হবে।’‘আমরা স্কুল-কলেজ খুলতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে সংক্রমণ বেড়ে গেল। তাই এখন না খুলে সিদ্ধান্ত নিয়েছি যে ঈদের পরে খুলব।’তবে করোনার টিকা কার্যক্রম চলমান থাকবে বলে জানালেন সরকার প্রধান।