সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উপবন এক্সপ্রেস দুর্ঘটনার তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
সোমবার (২৪ জুন) তদন্ত কমিটি গঠন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রেলের অতিরিক্ত মহাপরিচালক অবকাঠামো মো: আনোয়ারুল হক।তিনি বলেন, ‘রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যান্ত্রিক (পূর্বাঞ্চল) মো. মিজানুর রহমানকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
এদিকে, দুর্ঘটনার ফলে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।উল্লেখ্য, রোববার ২৩ (জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি সেতু ভেঙে খালে পড়ে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনায় দুই শতাধিক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা ৮ ।