1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
কাশ্মীর ভ্রমনে বিধি নিষেধ তুলে নিলো ভারতীয় কেন্দ্রীয় সরকার | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৪৩ অপরাহ্ন

কাশ্মীর ভ্রমনে বিধি নিষেধ তুলে নিলো ভারতীয় কেন্দ্রীয় সরকার

  • শেষ হালনাগাদ : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৪৯৪ জন সংবাদটি দেখেছেন

পিরোজপুর পোষ্ট ডেষ্ক : টানা দুমাসের বেশি সময় ধরে ভারতীয় কেন্দ্রীয় সরকার কাশ্মীর ভ্রমনের নিষেধাজ্ঞা জারি করেছিল । ভারতের রাজ্য কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা বাতিলের ৬৪ দিন পর বৃহস্পতিবার পর্যটকদের জন্য বিধিনিষেধ তুলে নিলো সরকার।

এর আগে গত ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা প্রত্যাহার করে নেয় ভারতের কেন্দ্রীয় সরকার। এর কয়েক দিন আগে সন্ত্রাসী হামলার আতঙ্কে হাজার হাজার পর্যটক, অন্য রাজ্যের শ্রমিক, শিক্ষার্থী ও তীর্থযাত্রী এলাকাটি ছেড়ে যেতে বাধ্য হয়। ৫ আগস্ট থেকে উপত্যকায় বন্ধ করে দেওয়া হয় টেলিফোন ও ইন্টারনেট পরিষেবা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অমাণ্য ও রাজ্যে আন্দোলন সৃষ্টি করার অভিযোগে গ্রেপ্তার করা হয় আঞ্চলিক নেতাদের। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীর পর্যটক শূন্য হয়ে পরে। কাশ্মীরের অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ খাত।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x