পিরোজপুর পোষ্ট ডেক্স : অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কাশ্মীর ইস্যু নিয়ে উস্কানিমূলক, বিভ্রান্তিকর ,মিথ্যা তথ্য টুইট করা হচ্ছে এমন ৭-৮টি অ্যাকাউন্ট চিহ্নিত করে প্রথমে সেগুলো সাসপেন্ড করে টুইটার। পরে একই কারণে পাকিস্তানের ২০০টি টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয় । সাসপেন্ড হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে পাকিস্তানের সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও একাধিক সমাজকর্মীদের অ্যাকাউন্ট রয়েছে।
আর এই ইস্যুকে সামনে রেখে টুইটারের এ পদক্ষেপের বিরোধিতা করে নিজ দেশের সাফাই করছেন পাকিস্তানীরা।
পাকিস্তানের ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’র মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গাফুর জানান, টুইটার অ্যাকাউন্টগুলোর বন্ধের বিষয় নিয়ে টুইটারে টুইট করে। টুইটারের আঞ্চলিক অফিসে পাকিস্তানের টেলিকমিউনিকেশন অথরিটি ইতোমধ্যে এ বিষয়ে একটি অভিযোগ জানিয়েছে।যদিও ২০০টি অ্যাকাউন্ট বন্ধ করার বিষয়ে টুইটার কর্তৃপক্ষের কোনো বিবৃতিই পায়নি আর্ন্তজাতিক গণমাধ্যমগুলো।