কাউখালী প্রতিনিধি : বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে সিডও দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জাতিসংঘ ঘোষিত সিডও সনদের পূর্ণ অনুমোদন ও বাস্তবায়নের দাবী জানিয়ে গতকাল সোমবার বিকেলে একটি বর্নাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালি শেষে সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী সাংগঠনিক জেলা শাখার সম্মানিত সভাপতি সুনন্দা সমাদ্দার সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তৃতা দেন কাউখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, কাউখালী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ অলক কর্মকার, বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার সহ-সভাপতি জাহানারা হাবিব, সাধারন সম্পাদক শাহীদা হক। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শাখার আন্দোলন সম্পাদক শামীম আরা বেগম নুপুর।
বক্তাগণ নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, নির্যাতন, বৈষম্যমুক্ত সংস্কৃতি গড়ে তোলা এবং সমতাভিত্তিক মানবিক সমাজ গড়ার জন্য সরকারের প্রতি দাবি জানান। এছাড়া তারা ধর্মীয় মৌলবাদ ও জঙ্গীবাদ প্রতিহত করার জন্য তরুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান।