কাউখালী প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ড সদস্যরা উপজেলার সন্ধ্যা, কচা ও কালী গঙ্গা নদীতে যৌথ অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। গত বুধবার দিনভর অভিযান চালিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যেও অবৈধ জাল জব্দ করে। পরে তা পুরিয়ে বিনষ্ট করে।
কোষ্ট গার্ডের কন্টিজেন্ট কমান্ডার মোঃ স্বপন বলেন, প্রতিদিনের মত আমরা অভিযান চালিয়ে বেওয়ারিশ অবৈধ কারেন্ট জাল জব্দ করি এবং পুড়িয়ে বিন্ষ্ট করি। আমাদের এ অভিযান সরকারের মৎস সম্পদ রক্ষা করার জন্য অব্যাহত থাকবে।
কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল জানান, আমরা এই করোনা ভাইরাসের ভিতরেও সরকারের মৎস্য সম্পদ রক্ষা করার জন্য উপজেলার, পাঙ্গাশিয়া ও বেকুটিয়া এলাকায় সন্ধ্যা ,কচা নদী ও নেছারাবাদের কিছু এলাকায় কোষ্ট গার্ড ও মৎস অধিদপ্তরের যৌথ অভিযান চালিয়ে আনুমানিক মূল্য ১৬ লক্ষ টাকা মূল্যেও অবৈধ জাল জব্দ করে পুরিয়ে নষ্ট করি।