কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের কচুয়াকাঠী সিএনবি রোডের দুই পাশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েক’শ পরিবার পানি বন্দী রয়েছে। গতকাল শনিবার সরেজমিনে গিয়ে দেখা গেছে কাউখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, কাজী হারুন অর রশিদ প্রাথমিক বিদ্যালয় সহ অত্র এলাকার কয়েক’শ পরিবার হাটু সমান পানিতে বন্দী অবস্থায় রয়েছে।
ভুক্তভোগী আঃ বারেক, আঃ রশিদ, রুহুল আমিন জানান, আমরা দীর্ঘদিন যাবৎ পানি বন্দি অবস্থায় রয়েছি। আমারদের ছেলে মেয়েরা স্কুলে যেতে পারছে না। বাসা থেকে মহিলারা বের হতে পারছে না। এ ছাড়া দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকরা হাটু সমান পানির ভিতর দিয়ে আসা যাওয়া করতে হচ্ছে।
এ ব্যাপারে সদর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন বলেন, আমি ঘটনা শুনেছি এবং অত্র এলাকার ইউপি সদস্যকে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছি।