1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
কাউখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৭:০৫ অপরাহ্ন

কাউখালীতে মহিলা পরিষদের সাংগঠনিক মাস পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন

  • শেষ হালনাগাদ : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪৬ জন সংবাদটি দেখেছেন

মোঃ তারিকুল ইসলাম পান্নু, কাউখালীঃ

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে মাস ব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত এ উপলক্ষে গত ১ সেপ্টেম্বর বিকাল ৩ টায় বাংলাদেশ মহিলা পরিষদ,কাউখালী শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে সাংগঠনিক মাস পালন এর উদ্বোধনী অনুষ্ঠান ও কর্মীসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা শাখার সম্মানিত সভাপতি সুনন্দা সমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।
সভায় কাউখালী পূজা উদ্যাপন কমিটির সাধারন সম্পাদক সুব্রত রায়, কাউখালী মহিলা কলেজের প্রভাষক ও কাউখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জগদ্বীশ কুন্ডু এবং ৩নং কাউখালী সদর ইউনিয়নের ইউপি সদস্য ঝর্না রানী দাস অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ।

সংগঠনের প্রচার সম্পাদক মাহাফুজা আক্তার এর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার, সহ-সাধারণ সম্পাদক সবিতা ঘোষ, সাংগঠনিক সম্পাদক ছায়া সমদ্দার এবং কাউখালী মহিলা কলেজের প্রভাষক ও কাউখালী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জগদ্বীশ কুন্ড প্রমূখ।
সভায় সংগঠনের ঘোঘণাপত্র ও গঠনতন্ত্র পাঠ, সাংগঠনিক মাস পালনের তাৎপর্য, সাংগঠনিক মাস পালনের পরিকল্পত কর্মসূচীর বর্ননা, যৌন হয়রানি, ধর্ষণসহ নারী ও কন্যা নির্যাতন এবং সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও জঙ্গীব দের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা এবং তরুন সমাজকে নারী আন্দোলনে যুক্ত করার বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে সামাজিক দৃষ্টিভঙ্গী পরিবর্তন ও রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন করতে হবে, তা না হলে ঘরে বাইরে নারী বৈষম্যের শিকার হবে বলে অভিমত দেন বক্তারা ।
এছাড়া গত ১২ সেপ্টেম্বর সাংগঠনিক উপলক্ষে “সংগঠকের গুনগত মান বৃদ্ধি করি, সংগঠনের স্থায়িত্ব নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়াকাঠী গ্রাম শাখায় কর্মীদের নিয়ে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও কাউখালী জেলা শাখার সম্মানিত সভাপতি সুনন্দা সমাদ্দার সভায় সভাপতিত্ব করেন।
সভায় বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা পরিষদ, কেন্দ্রীয় কামিটির সদস্য ও কাউখালী শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার, জেলা শাখার সাধারন সম্পাদক শাহিদা হক, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ছায়া সমদ্দার, সংস্কৃতি সম্পাদক লিলিকনা হালদার এবং প্রচার সম্পাদক মাহাফুজা আক্তার। সভা পরিচালনায় ছিলেন জেলা শাখার কার্যকরী কমিটির সদস্য ঝুমুর ঘোষ প্রমূখ।

অপরদিকে সাংগঠনিক মাস উপলক্ষে ১৮ সেপ্টেম্ম¦র কাউখালী মহিলা কলেজে তরুনীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ৭০ জন ছাত্রী অংশ নেন।
এতে সংগঠনের জেলা শাখার সভাপতি, সুনন্দা সমাদ্দার সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি ছিলেন কাউখালী মহিলা কলেজের অধ্যক্ষ জনাব আলোক কুমার কর্মকার।
সভায় বক্তব্য দেন, বিশেষ অতিথি অধ্যক্ষ জনাব আলোক কুমার কর্মকার, পিরোজপুর জেলা পরিষদ সদস্য ও প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, মহিলা পরিষদ কাউখালী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীদা হক সাংগঠনিক সম্পাদক ছায়া সমাদ্দার এবং ছাত্রীদের পক্ষ থেকে হাফসা আক্তার।
বক্তারা বলেন তরুনীদের নারী আন্দোলনে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নারী পুরুষের সম অধিকার প্রতিষ্ঠার লক্ষে বৈষম্যহীন পরিবার সমাজ ও রাষ্ট গঠনে শিক্ষার্থীর সোচ্চার হতে হবে।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x