1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
কাউখালীতে অগ্নিকান্ড অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:২৩ অপরাহ্ন

কাউখালীতে অগ্নিকান্ড অর্ধ কোটি টাকার ক্ষয়-ক্ষতি

  • শেষ হালনাগাদ : সোমবার, ২৬ আগস্ট, ২০১৯
  • ৪৫৮ জন সংবাদটি দেখেছেন

কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালী বন্দরের মধ্য বাজার এলাকায় আগুনে ৫টি বসতঘর ও ৩টি দোকান পুড়ে গেছে। সোমবার (২৬ আগস্ট) ভোর সাড়ে পাচঁটার দিকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুনে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী ব্যক্তিদের দাবি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে পাচঁটার দিকে কাউখালী মধ্য বাজার ডা. আলী হোসেনের চেম্বারের পাশের্^ কয়েকটি দোকানে আগুন জ্বলতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে আগুন পাশে ছড়িয়ে পড়ে কয়েকটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে দোকান ও বসতঘরে থাকা মূল্যবান মালামাল পূড়ে অন্তত ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে।
কাউখালী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আবু বকর সিদ্দিক জানান, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কেউ হতাহত হয়নি।তাদের দাবি অগ্নিকান্ডে ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ৪০ লাখ টাকার মালমাল উদ্ধার করেছে। আগুনে ডা.হেমায়েত হোসেন, কৃষ্ণ কুন্ডু,অরুন কুন্ডু,বিপ্লব কুন্ডু এর বসত ঘর, রাজু ও মোর্শেদা বেগমের ভারাটিয়া উত্তমের চায়ের দোকান,নাদিম গার্মেন্টস,রতন ট্রেইলার্স পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া পাশর্^বর্থী ডা. আলী হোসেন এর ভবনের আংশিক ক্ষতি হয়েছে। সাবেক উপজেলা চেযারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি এস,এম আহসান কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ, সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী অফিসার (অ: দা) রফিকুল হক, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ফরিদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x