কাউখালী প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালীতে উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমনের উদ্যোগে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ভাইস চেয়ারম্যানের কার্যালয়ে কেক কেটে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক এবিএম শাহজাহান, উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী প্রেসকাব সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সৈয়দ বশির আহম্মেদ, বর্তমান সহ-সভাপতি হৃদয় দে, প্রশান্ত কুন্ডু, আজাদ হোসেন সিপন, সৌখিন, সৈকত গুহ, শাহরিয়ার শুভ সহ আরও অনেকে। এসময় তারা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।
উল্লেখ্য, বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর বড় মেয়ে শেখ হাসিনা। ১৯৪৭ সালের গোপালগঞ্জের মধুমতি নদী তীরের টুঙ্গিপাড়ায় তিনি জন্মগ্রহন করেন।