কাউখালী প্রতিনিধি : কাউখালীতে গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে বাস উল্টে রাস্তার পাশে খাদে পড়ে ২ জন পথচারীসহ ১২ জন যাত্রী আহত হয়। প্রত্যক্ষদর্শী ও যাত্রীদের কাছ থেকে জানা যায়, পিরোজপুর থেকে ৫০ জন যাত্রী নিয়ে স্বরূপকাঠী যাবার পথে কাউখালীর জয়কুল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে মিরাজ পরিবহন নামে একটি বাস (গাড়ী নং ঢাকা মেট্রো জ -০৪০৬৯৩) রাস্তার পাশে খাদে পরে উল্টে যায়। এতে দুইজন পথচারীসহ ১০/১২ জন যাত্রী আহত হয়। তাদের মধ্যে চারজন গুরুত্বর আহত। এরা হলেন জয়কুল গ্রামের পথচারী তৈয়ব আলী (৭৫) ও দুলাল (৫৫) এবং যাত্রী কেউন্দিয়া গ্রামের হাফসা বেগম (২৪), বানারী পাড়া নিবাসী শিল্পি রানী (২৫) । এদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। অন্যান্যদের কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তাৎক্ষনিকভাবে উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন মুন্সী, ৩নং সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন ঘটনাস্থল পরিদর্শন করেন। গাড়ী চালক ও হেলপার পলাতক রয়েছে।