1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy@gmail.com : Shuvo Roy : Shuvo Roy
  3. epiropur@gmail.com : e p : e p
  4. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
কাউখালীতে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের নিয়ে নৌকা ভ্রমন | পিরোজপুর পোষ্ট ২৪
মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২, ০৫:১৩ অপরাহ্ন

কাউখালীতে প্রতিবন্ধী ও ছিন্নমূল শিশুদের নিয়ে নৌকা ভ্রমন

  • শেষ হালনাগাদ : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ১১০৮ জন সংবাদটি দেখেছেন

কাউখালী প্রতিনিধিঃ
পিরোজপুরের কাউখালীতে প্রতিবন্ধী কল্যান সংস্থার উদ্দ্যেগে প্রতিবন্ধী ও ছিন্নুমূল শিশুদের নৌকা ভ্রমন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলার সন্ধ্যা নদীর তীরে বেড়ে ওঠা আবাসনে বসবাসরত শিশুদের নিয়ে ব্যতিক্রমী নৌকা ভ্রমনের আয়োজন করেন। এ সময় শিশুদের মাঝে মিষ্টি ও শুকনা খাবার বিতরণ করা হয়। কাউখালী প্রতিবন্ধী কল্যান সংস্থার সভাপতি শিক্ষানুরাগী আঃ লতিফ খসরু এ নৌকা ভ্রমনের আয়োজন করেন।
নৌকা ভ্রমনের ছিন্নুমূল প্রতিবন্ধী শিশুরা জানান, স্যার আমাগো নৌকায় ঘুরাইছে। আমরা অনেক মজা করছি, খুব ভাল লাগছে।
শিশুদের অভিভাবকরা জানান, গরীব বলে মোগো পালা-মাইয়াগো কেউ জিগায় না। খসরু ভাই মোগো পোলা মাইয়া লইয়া নৌকায় গোরছে. খাওন কিনে দেছে। এছাড়াও মাঝে মাঝে সে ছেলেমেয়েগো খোঁজ খবর নেয়, এতে মোগো অনেক ভাল লাগে।
আঃ লতিফ খসরু এ প্রতিবেদককে বলেন, শিশুদের নদীর সাথে পরিচয় করিয়ে দিতে কাঙ্খিত নদী কেমন হওয়া উচিত এমন ধারনা থেকেই উদ্দ্যোগটি নেয়া।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২২। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x