কাউখালী প্রতিনিধিঃ
কাউখালীতে পিয়াজের দাম পাগলা ঘোড়ার মতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে পিয়াজের দাম কেজি প্রতি ৪০-৫০টাকা বৃদ্ধি পেয়েছে। বুধবার উপজেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি দেশী পিয়াজ ১৩০-১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, বিদেশী পিয়াজ না থাকার কারনে পিয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। ক্রেতা শুভ হালদার জানান বাজারে তো পিয়াজের কোন সংকট দেখা যাচ্ছে না প্রতিটি দোকানে পিয়াজের ষ্টক থাকা সত্বেও কেন এত দাম? বাজারে মনিটরিং ব্যবস্থা না থাকার কারনে পিয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে।