নিজস্ব প্রতিবেদকঃ
মাছ ধরাকে কেন্দ্র করে কাউকালীতে প্রতিপক্ষের হামলায় পিতা-পুত্র জখম হয়েছে। বুধবার সকালে উপজেলার কঁচা নদীতে এ ঘটনা ঘটে। উপজেলার মেঘপাল গ্রামের বাসিন্দা আহত পিতা কাওসার সরদার কাউখালী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং পুত্র হাকিম সরদার (১২)কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত কাওসার সরদার জানান, বুধবার সকালের দিকে নদীতে জাল পাতা নিয়ে ধাবড়ী গ্রামের পান্নু সিকদার ও তার ছেলে লিয়ন সিকদার, লিটন সিকদারের সাথে কথার কাটা কটি হয়। এক পর্যায় দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর হামলা চালিয়ে আহত করে। এ সময় নদীতে থাকা জেলেরা আমাদের ডাক চিৎকারের শুনে এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।