কাউখালী প্রতিনিধি : কাউখালীতে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বান্নাকান্দা গ্রামে বুধবার দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে।নিহত শিশুর নাম মো. মাহী তার বয়স ২ বছর । সে উপজেলার কাউখালী সদর ইউনিয়নের জয়কুল গ্রামের স্কুল শিক্ষক মাহামুদ হোসেন চুন্নুর ছেলে।
জানা গেছে, শিশু মাহী মায়ের সাথে ঈদ করতে রবিবার সয়না রঘুনাথপুরের বান্নাকান্দা গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। বুধবার দুপুর ২ টার মাহী বাড়ির সামনে খেলা করার সময় বাড়ির পাশে বেতকা খালের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পর শিশু মাহীকে উদ্ধার করে পরিবারের লোকজন দ্রুত পিরোজপুর সদর হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।