1. pirojpurpost24@gmail.com : admin :
  2. kumarshuvoroy.bd@gmail.com : pirojpurpost24 : pirojpurpost24
  3. eshuvo1@gmail.com : shuvo roy : shuvo roy
কাউখালীতে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত | পিরোজপুর পোষ্ট ২৪
সোমবার, ২০ মার্চ ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন

কাউখালীতে পল্লী বিদ্যুতের উঠান বৈঠক অনুষ্ঠিত

  • শেষ হালনাগাদ : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫২১ জন সংবাদটি দেখেছেন

মোঃ তারিকুল ইসলাম পান্নু, কাউখালীঃ
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আয়োজনে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহযোগিতায় বুধবার সকালে উপজেলার জয়কুল গ্রামের জাপানী ব্যারাক হাউসে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির ওয়্যারিং পরিদর্শক আঃ করিম মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী অভিযোগ কেন্দ্রের ইনচার্জ শামীম আহম্মেদ। এর আগে মুক্তারকাঠী, দক্ষিন কেউন্দিয়া, আমরাজুড়ী, মাগুরা, চিরাপাড়া, শিয়ালকাঠীসহ উপজেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়ন ও ওয়ার্ডে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্তারা বলেন আমাদের এ উঠান বৈঠক সমগ্র বাংলাদেশে একদিনে অনুষ্ঠিত হচ্ছে। ৪৬১টি উপজেলার মধ্যে ইতিমধ্যে ৩৪০টি উপজেলা শতভাগ বিদ্যুতায়িত হয়েছে এর মধ্যে কাউখালী উপজেলা রযেছে। আগামী জুন মাসের মধ্যে বাকী ১২১ টি উপজেলাকেও শতভাগ বিদ্যুতায়নের আওতায় আনা হবে। বক্তারা বিদ্যুৎ গ্রাহকদের উদ্দেশ্যে আরো বলেন আমাদের এ উঠান বৈঠকের মূল উদ্দেশ্যে হচ্ছে, গ্রাহক হয়রানি নিমূল ও দালাল প্রতিরোধের মাধ্যমে উত্তম গ্রাহক সেবা প্রদান, নিরবিচ্ছিন্ন ও মান সম্পন্ন বিদ্যুৎ সরবার, রাইট-অফ-ওয়ে বাস্তবায়ন, পরিমিত বিদ্যুৎ ব্যবহার, নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ, অবৈধ বিদ্যুৎ ব্যবহার, বিদ্যুৎ চুরি, পাশর্^ সংযোগ হ্রাসকরণ ও বৈদ্যুতিক দূর্ঘটনা প্রতিরোধ করা।

আরো সংবাদ
পিরোজপুর পোষ্ট ২৪ ডটকম - ২০১৮-২৩। (অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের ছবি, ভিডিও ও সংবাদ কপি করা থেকে বিরত থাকুন)
Theme Customized By PIROJPURPOST24
কারিগরি সহায়তায়: Website-open
x