কাউখালী প্রতিনিধি : গানে- নাচে- কথায় ও কবিতায় পঞ্চ গীতিকবিকে স্মরণ করল কাউখালী স্বরবিতান সংগীত একাডেমি । ১৪ জুন ২০১৯ শুক্রবার বিকাল ৩ টায় কাউখালী এস. বি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পঞ্চকবির গান, কবিতা ও নাচ নিয়ে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা।
রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, অতুল প্রসাদ সেন ও কাজী নজরুল ইসলাম এর রাগাশ্রয়ী গানগুলোই প্রাধান্য পেয়েছে এ আয়োজনে। পূরবী, ভূপালী, খাম্বাজ, মাঢ়, ইমন, শ্যাম কল্যাণ, ছায়ানট, বেহাগ, মল্লার, দেশ, ঝিঁঝিট, তিলককামোদ, কাফি, দোলনচাঁপা, পরজ, বাগেশ্রী ইত্যাদি রাগের ছায়ায় মোট ৩০ টি গান (সম্মেলক, দ্বৈত ও একক), কবিতা ও নাচ দিয়ে সাজানো হয়েছিল এই আসর। বাংলা গানের জগতে বানী ও সুরের অমিয় ধারায় যাদের গান শ্রেষ্ঠত্বের আসন নিয়েছেন তাঁরা এই পাঁচ গীতিকবি । কাউখালীতে এ অনুষ্ঠানটি ছিল স্মরণ কালের ব্যতিক্রমী আয়োজন ।
কাউখালী সরকারি কলেজের প্রভাষক সাংস্কৃতিক ব্যক্তিত্ব রবীন মুখোপাধ্যায় এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরবিতানের সম্পাদক ও পরিচালক সংস্কৃতিজন সুব্রত রায় । আলোচনায় অংশ নেন সাংস্কৃতিক সংগঠক আশুতোষ মিস্ত্রী, সঞ্জিত কুমার সাহা, লিটন কৃষ্ণ কর, রুহুল আমিন প্রমূখ । অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সুব্রত রায়, মৃদুলা সমাদ্দার, দীপান্বিতা রায় প্রজ্ঞা, শ্রেয়সী হালদার, নম্রতা কর্মকার, বনানী হালদার, সোমা সাহা রায়, পিংকী বৈদ্য, লতা বৈরাগী, নাদিরা আনজুম হাফসা, বদরুন্নাহার বেগম প্রমূখ ।