পিরোজপুরের কাউখালীতে গুজব না ছড়াতে ও আইন নিজের হাতে তুলে না নিতে নৌযাত্রীদের মাঝে গুজব বিরোধি প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কাউখালীর সন্ধ্যা নদীর সোনাকুর খেঁয়াঘাটে এ ব্যাতিক্রমী প্রচারণা অনুষ্ঠিত হয়। কাউখালী উন্নয়ন পরিষদের সভাপতি সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু খেঁয়াঘাটে চলাচলকারী যাত্রীদের মাঝে গুজব বিরোধি লিফলেট বিতরন করেন।
এসময় তিনি খেঁয়াযাত্রীদের মাঝে সাম্প্রতিক দেশে ছেলে ধরা গুজব বিরোধি বক্তব্য দেন। তিনি সকলকে মিথ্যা প্রচারণা ও গুজব ছড়ানোর আহ্বান জানান ও এ ক্ষেত্রে আইন নিজের হাতে তুলে না নিতে অনুরোধ জানান।