কাউখালী প্রতিনিধি : পিরোজপুর জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় ‘‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়)’’ শীর্ষক প্রকল্পের আওতায় যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, অটিজম ও শিশুর মানসিক স্বাস্থ্য, স্যানিটিশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধ, মা ও শিশুর স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা কার্যক্রম সমূহ নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ, শিশুর পানিতে ডুবা প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা ও দূর্যোগকালীন নারী ও শিশুর সচেতনাতা, পরিক্সার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের এক ওরিয়েন্টেশন কর্মশালা মঙ্গলবার সকালে কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ শহীদুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন কাউখালী প্রেসক্লাব সভাপতি তারিকুল ইসলাম পান্নু, সাধারন সম্পাদক সৈয়দ বশির আহম্মেদ সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী তথ্য অফিসার বিশ্বজিৎ শিকদার। দিন ব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালায় ৪০জন স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।